পে এস ইউ গো ক্লাউড হোস্টিং ক্লাউড হোস্টিং এর আকর্ষণীয় একটি ফিচার হচ্ছে আপনাকে অগ্রিম কোন টাকা প্রদান করতে হবে না এবং আপনি যতটুকুই রিসোর্স ব্যবহার করবেন ঠিক ততো টুকুর জন্য ই পেমেন্ট করতে হবে।

 

সাধারণত যা হয়, টিপিক্যাল ওয়েব হোস্টিং সার্ভিস গুলোতে আপনি অ্যাডভান্স ৫ / ১০ জিবি হোস্টিং প্যাকেজ কিনে রাখেন কিন্তু আপনার প্রকৃত ব্যবহার হয় ৫০০ এমবি বা ১/২ জিবি। এই সিনারিওতে আপনি অতিরিক্ত রিসোর্স গুলোর জন্য অযথা পেমেন্ট করেন। কিন্তু ক্লাউড হোস্টিং এ আপনাকে শুধু যতটুকু ব্যবহার করেছেন তার জন্য পেমেন্ট করতে হবে।

প্রতিমাস শেষে আপনার ব্যবহারকৃত রিসোর্স এর ভিত্তিতে অটোমেটিক্যালি ইনভয়েস পাঠিয়ে দেয়া হবে এবং আপনি পেমেন্ট করলে আপনার সার্ভিস রিনিউ হবে। এক্ষেত্রে আপনি আমার হোস্টার অ্যাকাউন্টে অ্যাডভান্স ফান্ড টপ আপ করে রাখতে পারবেন তাহলে অটোমেটিক আপনার ইন ভয়েস পেইড হয়ে যাবে।

 

ক্লাউড হোস্টিং এর আরেকটি সুবিধা হলো এটি অন্যান্য সাধারণ ওয়েব হোস্টিং সার্ভিস এর থেকে ফাস্ট এবং আপনাকে সর্বনিম্ন পিং রেট প্রদান করবে। এছাড়া আপনার যতটুকু সময়ের জন্য প্রয়োজন ঠিক ততটুকু সময়ের জন্য ব্যবহার করতে পারেন এবং প্রয়োজন শেষে ক্যানসেল করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে 'যতটুকু রিসোর্স যতদিন এর জন্য ব্যবহার করেছেন' ঠিক তত দিনের জন্যই পেমেন্ট করতে হবে।

 

এখানে রিসোর্স বলতে নিম্নোক্ত বিষয়গুলোকে বোঝানো হচ্ছে।

 

- Disk Space

 

- Bandwidth

 

- Addon Domain

 

- Email Accounts, etc.

 

তবে ক্লাউড হোস্টিং যদি আপনার প্রয়োজন এবং বাজেটের সাথে না মিলে তাহলে তৎক্ষণাৎ আপনি আমাদের ফিক্সড প্রাইস এর প্রিমিয়াম সিপ্যানেল হোস্টিং এ আপগ্রেড করে নিতে পারবেন। ক্লাউড হোস্টিং এ কোন সাইন আপ চার্জ নেই তাই আপনি সম্পূর্ণ ফ্রিতে অর্ডার প্লেস পরে আপনার ওয়েবসাইটটি চালু করতে পারেন।

 

https://amarhoster.com/cloud-hosting/

 

 

 

বাংলাদেশে আমার হোস্টার ই সর্বপ্রথম পে এস ইউ গো ক্লাউড হোস্টিং সার্ভিস প্রণয়ন করে।

Was this answer helpful? 1 Users Found This Useful (1 Votes)

Most Popular Articles

শেয়ারড নাকি VPS কোন হোস্টিং আমার জন্য ভালো হবে?

আমরা যখন ওয়েবসাইট তৈরির জন্য হোস্টিং নিতে যা তখন আমাদের মনে একটি প্রশ্ন আসে যেটি হলোঃ আমরা কি...

কত ধরনের হোস্টিং সার্ভিস আছে?

আমার হোস্টার এর ওয়েব হোস্টিং বর্তমানে বেশ কয়েকটি ভেরিয়েন্ট এ নিয়ে নিতে পারবেন। আমরা সর্বাধিক...

কিভাবে ডোমেইন ও হোস্টিং কন্ট্রোল প্যানেলে যেতে হয়?

প্রথমে আমারহোস্টারে লগইন করে নিবেন। তারপর উপর থেকে Service পেইজে যাবেন।   এরপর আপনার সকল...

হোস্টিং এর নেম সার্ভার কোনটি?

আমাদের হোস্টিং এ আপনার ডোমেইন কানেক্ট করতে হলে আমাদের হোস্টিং এর Nameserver বা আপনি যে কম্পানির...

ক্লাউড হোস্টিং এর যত কথা

আসসালামু আলাইকুম। আপনি ইতিমধ্যে আমাদের পে পার ইউজ ক্লাউড হোস্টিং সার্ভিস নিয়ে অবগত আছেন। এই...