আসসালামু আলাইকুম। আপনি ইতিমধ্যে আমাদের পে পার ইউজ ক্লাউড হোস্টিং সার্ভিস নিয়ে অবগত আছেন। এই প্যাকেজ নিয়ে বিস্তারিত তথ্য পাবেন এখানে।

 

১। এই প্যাকেজের চার্জ কত?

= প্রথমেই বলা হয়ছে এটি পে পার ইউজ মানে আপনি যে পরিমান রিসোর্স ইউজ করবেন মাস শেষে তার বিল আসবে জি এই মাসে আপি যা ইউজ করবেন তার বিল পরের মাসে গিয়ে পরিশোধ করতে পারবেন।

 

২। বিল কত টাকা আসবে?

= এটা হলো পোষ্ট পেইড সিমের মতো সেখানে মাস শেষে কত টাকা বিল আসবে সেটা বলা যায় না। তবে আমাদের প্যাকেজে সব প্রাইস দেওয়া আছে সে কোন টা কত টুকু ইউজ করলে কত বিল আসবে এটা দেখে আপনি নিজেই হিসেব করতে পারবেন।

 

৩। অগ্রিম কোনো চার্জ দিতে হবে কি?

= আপনি যদি আমাদের নতুন গ্রাহক হয়ে থাকেন তাহলে প্রথম মাস আপনি একদম ফ্রি তে এটা ইউজ করতে পারবেন। পরের মাস থেকে বিল দিতে হবে আর যদি আপনি পুরাতন গ্রাহক হয়ে থাকেন তাহলে এই প্যাকেজের সার্ভিস চার্জ টা দিতে হবে । ৪ টা প্যাকেজের বিভিন্ন চার্জ আছে ( ২৫/৫০/১০০/২০০) ।

 

৪। আমি তো একটা সাইট বানিয়ে গত মাস কিছু কিছু ইউজ করি নি তাহলে বিল আসলো কেন?

= ধরুন আপনি ১ টা ডাটাবেজ দিয়ে একটা Wordpress সাইট বানিয়ে নিলেন এবং সাথে একটা ইমেল অ্যাকাউন্ট করে নিলেন যেখানে। এখানে আপনার ১০০ এমবি ডিস্ক, ১ টা ডাটাবেজ, ১ টা ইমেইল ইউজ হলো। এখন আপনি তার পরের মাসে হোস্টিং এ লগিন করলেন বা কিন্তু আপনার সিপ্যানেলের সেই রিসোর্স গুলো এখনো আছে। তাই এসবের বিল পরের মাসে গিয়ে যোগ হবে। তাই আপনি যদি কোনো কিছু ইউজ না করতে চান বা প্রয়োজন না হয় তাহলে সেগুলো সিপ্যানেল থেকে ডিলিট করে দিবেন। কারণ এগুলো সিপ্যানেলে থাকলে বিল আসবে।

 

৫। বিল পরিশোধ না করলে কি হবে?

= আপনি যদি বিল পরিশোধ না করেন তাহলে আপনি আর এই ক্লাউড হোস্টিং প্যাকেজ ইউজ করতে পারবেন না আপনাকে তখন অন্য প্যাকেজ ইউজ করতে হবে।

 

৬। বিল এত বেশি আসে কেন?

= এই প্যাকেজ টা সাজানো হয়ছে যাদের কম হোস্টিং এর প্রয়োজন হয় তাদের জন্য। আপনি যদি বেশি রিসোর্স ইউজ করেন তাহলে বেশি বিল আসবে। আপনার যদি বেশি রিসোর্স লাগে আপনি এই প্যাকেজ ইউজ না করে অন্য কোনো প্যাকেজ নিয়ে কাজ করুন।

 

Was this answer helpful? 0 Users Found This Useful (0 Votes)

Most Popular Articles

ডোমেইন হোস্টিং সমস্যায় সাপোর্ট কিভাবে পাবো?

আমাদের সাথে যোগাযোগ করার এবং সাপোর্ট সিস্টেম হিসেবে নিম্নোক্ত মাধ্যম গুলো এভেলেবেল আছে।  • লাইভ...

শেয়ারড নাকি VPS কোন হোস্টিং আমার জন্য ভালো হবে?

আমরা যখন ওয়েবসাইট তৈরির জন্য হোস্টিং নিতে যা তখন আমাদের মনে একটি প্রশ্ন আসে যেটি হলোঃ আমরা কি...

কিভাবে ডোমেইন হোস্টিং কানেক্ট করতে হয়?

কিভাবে আমার হোস্টার থেকে ডোমেইন হোস্টিং নিয়ে দুটি কানেক্ট করতে হয় যদি না জেনে থাকেন তাহলে আমাদের...

কিভাবে ডোমেইন কন্ট্রোল প্যানেলে লগইন করতে হয়?

আমারহোস্টার থেকে খুব সহজেই ডোমেইন কিনে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। অনেকে ডোমেইন কিনেন কিন্তু...

কিভাবে ক্লাউডফ্লায়ার এ ডোমেইন এড করতে হয়?

Cloudflare হলো জনপ্রিয় একটি CDN কম্পানি। যেখানে আপনার ডোমেইন টি এড করে ফ্রি CDN সহ আরো অনেক...