প্রথমত WebMail হচ্ছে ইন্টারনাল ব্যবহার এর জন্য। এক্সটারনাল মেইলিং এর জন্য ওয়েবমেইল না। এক্সটারনাল মেইলিং এর ক্ষেত্রে আপনার মেইল ডেলিভারি ফেইল্ড বা রিসিভ এর সময় রিসিভ না করা অনেক রকম সমস্যা আমরা দেখে থাকি। এক কথায় ওয়েব মেইল হচ্ছে সাধারন ব্যাবহার এর জন্য ও ইন্টারনাল ব্যাবহার এর জন্য।

 

প্রফেশনালি ব্যাবহার করার জন্য অবশ্যই বিজনেস মেইল বা মেইল এক্সচেঞ্জার ব্যাবহার করা উচিৎ যেমন ফ্রি তে আছে Zoho, Yandex ও অনেক পেইড আছে যেমনঃ GSuite, Microsoft Office 365, Zoho Pro ইত্যাদি।

আমাদের বিজনেস মেইল প্যাকেজ গুলো দেখে আসতে পারেন

 

এখন আসি ওয়েব মেইল কেন স্প্যামে যায়?

এর কিছু কারণ হতে পারে যেমনঃ


১/ আপনার ডোমেইন টি একদম নতুন যাকে মেইল কোম্পানি গুলি বিশ্বাস করে না, তাই স্পাম এ রাখে, এইটা কিছুদিন পেইড মেইল সার্ভিসের ক্ষেত্রেও হতে পারে।
২/ আপনি ওয়েব হোস্টিং ব্যাবহার করছেন, মেইল হোস্টিং না, মেইল কোম্পানি গুলি এই সার্ভার কে ওয়েব হোস্টিং সার্ভার হিসেবেই চিনে থাকে।
৩/ আনসাবস্ক্রাইব হেডার নেই।
৪/ এমন কোন ফাইল বা লিখা আছে যেইটা সেই মেইল কোম্পানির আল্গরিদম অনুযায়ী স্পামে পরে যায়।

প্রতিকারঃ


আর্টিকেল এর শুরুতেই বলা হয়েছে ওয়েব মেইল প্রফেশনাল ব্যাবহার এর জন্য না। তাই প্রফেশনালি সারা দুনিয়ায় ব্যাবহার এর জন্য অবশ্যই বিজনেস মেইল বা মেইল এক্সচেঞ্জার ব্যাবহার করলেই সমাধান হয়ে যাবে। যেমন ফ্রি তে আছে Zoho, Yandex ও অনেক পেইড আছে যেমনঃ GSuite, Microsoft Office 365, Zoho Pro ইত্যাদি। আর হ্যাঁ ওয়েবমেইল টি নট স্পাম করে দিবেন, তাহলে ও অনেক সময় সমাধান হয়ে যায় কিছুদিন পর।

 

Was this answer helpful? 0 Users Found This Useful (0 Votes)

Most Popular Articles

শেয়ারড নাকি VPS কোন হোস্টিং আমার জন্য ভালো হবে?

আমরা যখন ওয়েবসাইট তৈরির জন্য হোস্টিং নিতে যা তখন আমাদের মনে একটি প্রশ্ন আসে যেটি হলোঃ আমরা কি...

কত ধরনের হোস্টিং সার্ভিস আছে?

আমার হোস্টার এর ওয়েব হোস্টিং বর্তমানে বেশ কয়েকটি ভেরিয়েন্ট এ নিয়ে নিতে পারবেন। আমরা সর্বাধিক...

কিভাবে ডোমেইন ও হোস্টিং কন্ট্রোল প্যানেলে যেতে হয়?

প্রথমে আমারহোস্টারে লগইন করে নিবেন। তারপর উপর থেকে Service পেইজে যাবেন।   এরপর আপনার সকল...

হোস্টিং এর নেম সার্ভার কোনটি?

আমাদের হোস্টিং এ আপনার ডোমেইন কানেক্ট করতে হলে আমাদের হোস্টিং এর Nameserver বা আপনি যে কম্পানির...

How to Force HTTPS using .htaccess File

আমরা অনেক সময় সিপ্যানেল থেকে SSL ইন্সটল করার পরেও ওয়েবসাইটে SSL দেখায় না। এটা নিয়ে অনেক ঝামেলায়...