অনেক সময় সাব ডোমেইন ক্রিয়েট করার পরে সেটা লাইভ হয়না। তখন চেক করে দেখবেন আপনার মেইন ডোমেইন টি Cloudflare এ এড আছে কিনা। Cloudflare এ মেইন ডোমেইন এড থাকলে সাব ডোমেইন লাইভ হবে না। এজন্য সাব ডোমেইন এর জন্য আলাদা একটি A রেকর্ড এড করতে হবে।

DNS >> Record >> Add Record এ গিয়ে নতুন A রেকর্ড এড করুন।

Name= (সাব ডোমেইন এর প্রথম অংশ)

IP= সার্ভার আইপি

 

এড করলেই সাব ডোমেইন লাইভ হবে।

 

ডোমেইন Cloudflare এ এড না থাকলেও সমস্যা হলে সাব ডোমেইন এ SSL ইন্সটল করে নিন এবং ব্রাউজারের ক্যাশ ক্লিয়ার করে তারপর চেক করুন।

Was this answer helpful? 1 Users Found This Useful (1 Votes)

Most Popular Articles

শেয়ারড নাকি VPS কোন হোস্টিং আমার জন্য ভালো হবে?

আমরা যখন ওয়েবসাইট তৈরির জন্য হোস্টিং নিতে যা তখন আমাদের মনে একটি প্রশ্ন আসে যেটি হলোঃ আমরা কি...

কত ধরনের হোস্টিং সার্ভিস আছে?

আমার হোস্টার এর ওয়েব হোস্টিং বর্তমানে বেশ কয়েকটি ভেরিয়েন্ট এ নিয়ে নিতে পারবেন। আমরা সর্বাধিক...

কিভাবে ডোমেইন ও হোস্টিং কন্ট্রোল প্যানেলে যেতে হয়?

প্রথমে আমারহোস্টারে লগইন করে নিবেন। তারপর উপর থেকে Service পেইজে যাবেন।   এরপর আপনার সকল...

হোস্টিং এর নেম সার্ভার কোনটি?

আমাদের হোস্টিং এ আপনার ডোমেইন কানেক্ট করতে হলে আমাদের হোস্টিং এর Nameserver বা আপনি যে কম্পানির...

Viewing Your Disk Space Usage

প্রথমে আপনার সিপ্যানেলে লগিন করুন। তারপর File সেকশন থেকে Disk Space Usage এ ক্লিক করুন। এই পেইজে...